সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ডাব গাছের কচি ডাব নষ্ট হয়ে ঝরে যাওয়ার কারণ ও প্রতিকার

কচি ডাব ঝরে পড়ে যায় এবং ডাবের গায়ে খসখসে বাদামী দাগ পড়ে যার ফলে কৃষক ভাইদের ক্ষতিগ্রস্ত হতে হয়।মূলত এই সমস্যার জন্য এক প্রকার মাকড় দায়ী।বছরে দুই বার মাকড় নাশক ও একটি ছত্রাকনাশক স্প্রে করে সহজেই এই সমস্যার সমাধান পাওয়া যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বৃষ্টির পরবর্তী করণীয়ঃ

বৃষ্টি পরবর্তী করণীয়ঃ🌧️🌦️ গতকাল থেকে অনেক এলাকায় হঠাৎ করে বৃষ্টির কারণে অনেক ধান মাটিতে পড়ে গেছে।বিশেষ করে পাকা ধান ও রাস্তার পাশের নিচু জমির ধান পড়ে গেছে এবং প্রায় জমিতেই পানি জমে আছে। 🌾পরামর্শসমূহঃ ১. জমিতে দাঁড়িয়ে থাকা পানি দ্রুত জমির আইল কেটে বের করে দিবেন। ২. আধা পাকা ধান প্রয়োজনে কয়েকটি গোছা একত্রে করে বেঁধে দাঁড় করিয়ে দিতে পারেন। ৩. পড়ে যাওয়া ধানে খুব অল্প সময়েই ক্ষতিকর বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) আক্রমণ করে থাকে। ৪. ২-৪ হাত পর পর বিলি কেটে কারেন্ট পোকা দমনের জন্য অনুমোদিত কীটনাশক স্প্রে করে দিবেন।পানিতে যেন ধুয়ে না যায় এবং সমস্ত গাছে যেন কীটনাশক ছড়িয়ে পড়ে সেজন্য কীটনাশকের সাথে ঢোপ প্রতি ৩০-৪০ ফোঁটা বুস্ট আপ আঠা অথবা ডিটারজেন্ট পাউডার ২ চা চামচ পরিমাণ মিশিয়ে স্প্রে করে দিবেন। ৫.🍆 সবজি চাষি ভাইদের জন্য এই বৃষ্টিতে তেমন কোন ক্ষতি হবে না,গোড়ায় যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করবেন।

আমন ধানের বাদামী গাছ ফড়িং এবং ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট প্রতিকার:

🌾রোপা আমন ধানের ক্ষতিকর বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) ব্লাস্ট ও ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ দমনে কৃষক ভাইদের করনীয় বিষয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। লোকেশনঃ কাসেম বাজার, তানোর রাজশাহী। উপস্থিত কৃষকদের নিয়মিত ধান ক্ষেত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয় এবং ✅ধানের সবচাইতে ক্ষতিকর কারেন্ট পোকার উপস্থিতি লক্ষ্য করলেই অনুমোদিত কীটনাশক, পাইমেট্রোজিন+নিটেনপাইরাম+ ইমিডাক্লোপ্রিড (তরল ৫৫ ইসির পরিবর্তে) প্রতি শতাংশে ২ লিটার পানিতে মিশিয়ে বিকেল বেলা স্প্রে করার পরামর্শ দেওয়া হয়। ব্লাস্ট ও ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ ✅প্রতিরোধে প্রতি লিটার পানিতে ৬ গ্রাম পটাশ সার+ ৩ গ্রাম থিয়োভিট/৮০% সালফার + ০.৫ গ্রাম চিলেটেড জিংক একসাথে মিশিয়ে বিকেল বেলা স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্লাস্ট ও ব্যাকটেরিয়া জনিত রোগ যাদের জমিতে দেখা যাচ্ছে তাদের জন্য রোগ ✅প্রতিকারে- ‘অনলাইন’ (ট্রাইসাইক্লাজল+বিসমার্থিওজল+কাসুগামাইসিন)/এই ধরনের কম্বাইন বালাইনাশক অনুমোদিত মাত্রায় বিকেল বেলা স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।