🌾রোপা আমন ধানের ক্ষতিকর বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) ব্লাস্ট ও ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ দমনে কৃষক ভাইদের করনীয় বিষয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। লোকেশনঃ কাসেম বাজার, তানোর রাজশাহী। উপস্থিত কৃষকদের নিয়মিত ধান ক্ষেত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয় এবং ✅ধানের সবচাইতে ক্ষতিকর কারেন্ট পোকার উপস্থিতি লক্ষ্য করলেই অনুমোদিত কীটনাশক, পাইমেট্রোজিন+নিটেনপাইরাম+ ইমিডাক্লোপ্রিড (তরল ৫৫ ইসির পরিবর্তে) প্রতি শতাংশে ২ লিটার পানিতে মিশিয়ে বিকেল বেলা স্প্রে করার পরামর্শ দেওয়া হয়। ব্লাস্ট ও ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ ✅প্রতিরোধে প্রতি লিটার পানিতে ৬ গ্রাম পটাশ সার+ ৩ গ্রাম থিয়োভিট/৮০% সালফার + ০.৫ গ্রাম চিলেটেড জিংক একসাথে মিশিয়ে বিকেল বেলা স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্লাস্ট ও ব্যাকটেরিয়া জনিত রোগ যাদের জমিতে দেখা যাচ্ছে তাদের জন্য রোগ ✅প্রতিকারে- ‘অনলাইন’ (ট্রাইসাইক্লাজল+বিসমার্থিওজল+কাসুগামাইসিন)/এই ধরনের কম্বাইন বালাইনাশক অনুমোদিত মাত্রায় বিকেল বেলা স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।